Header Ads

আলিয়া ভাটকে নিয়ে গেইম

পর্দায় আলোড়ন সৃষ্টি করা অভিনেত্রী আলিয়া ভাটকে নিয়ে একটি গেইম তৈরি হয়েছে। আবেদনময়ী এ নায়িকার জীবন অবলম্বনে তৈরি গেইম ‘আলিয়া ভাট : স্টার লাইফ’ আইওএস ও অ্যান্ড্রয়েডে উভয় প্লাটফর্মে খেলা যাবে।
গেইমটিতে গেইমারকে আলিয়া ভাটের বন্ধুর চরিত্র নিয়ে খেলতে হবে। গেইমটি জুড়ে চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করার একটি ভার্চুয়াল পরিবেশ থাকবে।
গেইমারকে পোশাক, আলোকচিত্র, পরিচালক, টিভি শো উপস্থাপক ইত্যাদি নিয়ে কাজ করে খেলা এগিয়ে নিতে হবে।
aliabut-techshohorcom
আলিয়া ভাট গেইমটি দেখে বেশ উৎফুল্ল। হালের জনপ্রিয় এ তারকা বলেন, এ গেইমের মাধ্যমে ভক্তরা আরও কাছে পাবে আমাকে।
‘ডিয়ার জিন্দেগি’ চলচ্চিত্রটির জন্য শুটিং চলাকালে গেইমটি তৈরির প্রক্রিয়া শুরু হয়।
এটি বানিয়েছে ব্যাঙ্গালুরুর মোবাইল গেম নির্মাতা মুনফ্রগ ল্যাব। এ প্রতিষ্ঠান এর আগে সিটিভ্যালি, দ্য ভ্যালি, ট্রেজার আইল্যান্ড, ফার্মভিলের মতো নামকরা গেইম তৈরি করেছে।
তাদের তৈরি গেইম প্রায় ৩৭ কোটি ব্যবহারকারী খেলছেন।
প্লেস্টোরে গেইমটি ইতোমধ্যে পাঁচ লাখের বেশি ডাউনলোড হয়েছে। এ ঠিকানা থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন।
আইওএস ব্যবহারকারীরা এ ঠিকানা থেকে ডাউনলোড করতে পারবেন।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে তুসিন আহমেদ

No comments

Theme images by compassandcamera. Powered by Blogger.